আলিপুরদুয়ার ডিভিশনের ফালাকাটা শাখার উদ্যোগে সোমবার এই কর্মসূচি আয়োজিত হয় জটেশ্বর ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বিদ্যুৎ দপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল পরিষেবা মেলা। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর আলিপুরদুয়ার ডিভিশনের ফালাকাটা শাখার উদ্যোগে সোমবার এই কর্মসূচি আয়োজিত হয় জটেশ্বর ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত সে সম্পর্কে গ্রাহকদের অবহিত করা হয়। পাশাপাশি বিদুতের লাইনে ঝড় বৃষ্টিতে কোথাও তার ছিঁড়ে পড়লে সাধারণ মানুষদের করণীয় বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়ার সঙ্গে বিদ্যুৎ চুরি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সকলকে সতর্ক করা হয়।