ভাটপাড়া চা বাগানে ২৩ নং সেকশনে চিতাবাঘের তিনটি শাবক দেখতে পায় কর্মরত শ্রমিকরা, ঘটনা চাউড় হতেই প্রচুর মানুষ ভিড় জমায় দেখতে।
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলার ভাটপাড়া চা বাগানে চিতাবাঘের তিনটি শাবক দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ালো। এদিন ভাটপাড়া চা বাগানে ২৩ নং সেকশনে চিতাবাঘের তিনটি শাবক দেখতে পায় বাগানের কর্মরত শ্রমিকরা। এই ঘটনা চাউড় হতেই প্রচুর মানুষ ভিড় জমায় চিতাবঘের শাবক দেখতে। ভাটপাড়া চা বাগানের পক্ষ থেকে বনদফতরে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে বনদফতরের আধিকারিক ও বনকর্মীরা পৌছেছে উদ্ধার করে ওই শাবক গুলি।

