দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে মোট ১২টি সোলার লাইটের শুভ সূচনা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি হয়েছিলেন পাগলিগঞ্জের আত্রাই ব্রিজ। সেই ব্রিজে আজ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে সোলার লাইটের শুভ সূচনা করলেন। মোট ১২টি সোলার লাইট বসানোর শুভ সূচনা হয়। বৈকাল ০৪টায় এই সোলার লাইটের শুভ সূচনা নারিকেল ফেটে করা হয় ।এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া চিন্তামণি বিহা, উপস্থিত ছিলেন জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষা মাননীয়া দীপা দাস মন্ডল, এছাড়া জেলা পরিষদের সদস্য কল্পনা মুরমু এবং অশোক কুজুর, এছাড়া উপস্থিত ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় অরূপ সরকার, এছাড়া উপস্থিত ছিলেন ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৌশিক চৌধুরী, ডিপিএসসি চেয়ারম্যান মাননীয় সন্তোষ হাঁসদা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাদক্ষ তোতন হালদার, পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মদক্ষ পিন্টু রায়, পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মদক্ষ শরিফুল মন্ডল, পতিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ ঘোষ ,উপপ্রধান পূর্ণিমা মন্ডল, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিভাস রঞ্জন চ্যাটার্জি এবং মইনুর রহমান মন্ডল। এছাড়া অন্যান্য জন সাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *