পর্যাপ্ত পুলিশ না মেলার কারণ দর্শিয়ে ভোট স্থগিত, প্রতিবাদে সোমবার সলাইডাঙ্গা অঞ্চলের বিজেপি নেতাকর্মীরা মিলে জোরদার আন্দোলন শুরু করেন।

নিজস্ব সংবাদদাতা, মালদা—সমবায় সমিতির ভোট হঠাৎ করে স্থগিত করে দেওয়ার প্রতিবাদে বিজেপির আন্দোলনকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার গাজোলে।পুলিশ, সিভিক ভলান্টিয়ার সহ সমবায় সমিতির ব্যাঙ্ক কর্তৃপক্ষকে গায়ের জোরে কার্যত টেনে হিঁচড়ে বাইরে বের করে দিয়ে সমবায় সমিতির অফিসে তালা ঝোলানোর অভিযোগ উঠল আন্দোলনকারী বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে মালদার গাজোলের সলাইডাঙ্গা অঞ্চলের বারডাঙ্গা সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিসে। জানা গেছে, রবিবার বারডাঙ্গা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট হওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসন রবিবার ভোট শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে পর্যাপ্ত পুলিশ না মেলার কারণ দর্শিয়ে ভোট স্থগিত করে দেয় বলে খবর। যার প্রতিবাদে সোমবার সলাইডাঙ্গা অঞ্চলের বিজেপি নেতাকর্মীরা মিলে জোরদার আন্দোলন শুরু করেন। প্রথমে তারা বারডাঙ্গা এলাকায় মিছিল করেন। মিছিল শেষে সমবায় সমিতির ব্যাঙ্ক অফিস ঘরের সামনে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন গাজোলের বিজেপি বিধায়ক চিনায় দেব বর্মণ সহ অন্যান্যরা। তারা আন্দোলনের এক পর্যায়ে এসে সমবায় সমিতির অফিসে তালা ঝোলাতে তৎপর হয়ে ওঠেন। এজন্য পুলিশ, সিভিক ভলান্টিয়ার ও সমবায় সমিতির ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ১৫ মিনিটের মধ্যে অফিস খালি করতে বলেন। কিন্তু তারা ১৫ মিনিটের মধ্যে অফিস খালি না করায় বিজেপি নেতাকর্মীরা মিলে সমবায় সমিতির অফিসে ঢুকে পড়ো।১৫ মিনিটের মধ্যে অফিস খালি না করায় বিজেপি নেতাকর্মীরা মিলে একপ্রকার জোর করেই সমবায় সমিতির অফিসে ঢুকে পড়েন। এরপর মহিলা আন্দোলনকারীরা প্রথমে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারকে একপ্রকার জোর করেই সমবায় সমিতির অফিস থেকে বের করে দেন। এরপর তারা সমবায় সমিতির ব্যাঙ্ক কর্তৃপক্ষকে এক এক করে অফিস থেকে বের করেন এবং সবশেষে অফিসে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *