বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতি ও নেতাদের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে পথে নামল যুব তৃণমূল কংগ্রেস।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতি ও নেতাদের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে পথে নামল যুব তৃণমূল কংগ্রেস। বালুরঘাটের হিলি মোড়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে খোলা চিঠি লিখে জবাব দাবি করলেন যুব তৃণমূলের নেতৃত্ব। মূলত বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যের বিরুদ্ধে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
যুব তৃণমূল নেতৃত্বের প্রশ্ন, বিজেপি কি শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যকে সমর্থন করে? সুকান্ত মজুমদার কি এই বিষয়ে কোনো বক্তব্য রাখবেন? খোলা চিঠির মাধ্যমে এই প্রশ্নের জবাব চাওয়া হয়েছে। যুব নেতৃত্বের দাবি, রাজ্যের প্রতিটি ব্লক ও পৌরসভায় এভাবেই প্রতিবাদ সভা হবে এবং প্রতিটি সভা থেকেই সুকান্ত মজুমদারের কাছে জবাব চেয়ে খোলা চিঠি লেখা হবে।

