বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা মাগুরপুর এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, দঃ দিনাজপুরঃ-তপন: জমি সংক্রান্ত বিষয়ে এলাকায় বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা মাগুরপুর এলাকায়। এই ঘটনাই দুটি তাজা বোমা উদ্ধার করেছে তপন থানার পুলিশ। এদিকে ঘটনার পর থেকে পলাতক দুষ্কৃতীরা।বোমা দুটি উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

জানা গেছে, তপন থানা এলাকার বাসিন্দা মাইনুল মিয়া ও দুখু মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল।গত কয়েকদিন আগে সেইজমি সংক্রান্ত বিষয়ে দুখু মিয়ার পক্ষে সাক্ষী দিতে যান রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী আজিবুর রহমান।সেই সময় তাকে মারধর করার অভিযোগ ওঠে মাইনুল মিঞার লোকজনের বিরুদ্ধে।এই ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরপুর এলাকায় আজিজুর রহমানের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে তপন থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী।পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করেছে।ঘটনার পর থেকে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।সেই সঙ্গে আতঙ্কে রয়েছে গ্রামের মানুষজন।পুনরায় এলাকায় যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেইকারণে এলাকায় পুলিশি ক্যাম্পের দাবি উঠেছে।

এদিকে ঘটনা নিয়ে সবর হয়েছে গঙ্গারামপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক গৌতম দাস। তিনি ঘটনায় দোষীদের শাস্তির দাবি তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *