মহিলাদের গলা টিপে দেওয়ার হুমকি দিলেন দিলীপ ঘোষ।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপির সাংসদের খাতে খড়গপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধন করতে এসে বিক্ষোভের মুখে পড়তে হলো প্রাক্তন সংসদ তথা দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষকে,কার্যত মহিলাদের উপর চোখ রাঙানি লক্ষ্য করা যায় দিলীপের উপর, জানা গিয়েছে রাস্তা উদ্বোধন করে ফেরার পথে স্থানীয় মহিলারা বহুদিন বাদে এলাকায় আসার প্রশ্ন তুললে চোটে যায় দিলীপ ঘোষ, এলাকার মহিলারা এমপি থাকাকালীন এলাকায় প্রবেশ করেনি দিলীপ ঘোষ সেই প্রশ্ন করতেই “আরে টাকা দিয়েছি, কারো বাপের টাকা নয়”এই প্রশ্ন ছুটে দিতেই কার্যত ক্ষোভ উগড়ে দেয় এলাকার মহিলারা, আঙ্গুল উচিয়ে তর্ক বিতর্ক করতে দেখা যায় মহিলাদের, তার পরিবর্তে দিলীপের মুখ থেকে মহিলাদের “গলা টিপে দেওয়ার” কথাও উঠে আসে, এতেই উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয় ওয়ার্ড জুড়ে, এরপরেই দিলীপ ঘোষ কে ক্ষমা চাওয়ার দাবি নিয়ে দিলীপ ঘোষের গাড়ির সামনে বসে পড়ে মহিলারা,এরপর দিলীপ ঘোষের দেহরক্ষীদের তৎপরতায় ওই মহিলাদের ছড়িয়ে দেওয়া হয় রাস্তা থেকে, তবে শেষে যাওয়ার পথে পায়ের জুতো তুলতে দেখা যায় মহিলাদের,যদিও এই সম্বন্ধে দিলীপ ঘোষ জানিয়েছেন এনারা হচ্ছে সুবিধাবাদী, ৫০০ টাকার বদলে ঘেউ ঘেউ করছে।

