সমাজবিরোধীদের দৌরত্ব রুখতে পুলিশের উদ্যোগ।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সমাজবিরোধীদের দৌরত্বে পুলিশের উদ্যোগ। পুলিশের কাছে বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল যে বালুরঘাট শহরের শান্তিময় ঘোষ কলোনি এলাকায় একটি স্কুলের পেছনে পুকুরের ধারে সমাজ বিরোধীদের আখড়া তৈরি হয়েছে। যেখানে বিভিন্ন মাদকদ্রব্য সেবন করা থেকে অসামাজিক কাজ করা হয়ে থাকে। এমনকি ওই পুকুরের পাশ থেকে যাওয়া মহিলাদের প্রতি কটুক্তি ও করা হয়ে থাকে ওই সমাজ বিরোধীদের পক্ষ থেকে। অভিযোগ পেয়ে আজ ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদের নেতৃত্বে বালুরঘাট থানার পুলিশ, বালুরঘাট মহিলা থানার পুলিশ, উইঙ্গারস টিম সহ বিশাল পুলিশবাহিনী সিভিল ড্রেসে অভিযান চালিয়ে বেশকিছু দুষ্কৃতীকে গ্রেফতার করে। ডিএসপি হেডকোয়ার্টার জানিয়েছেন যে নারীদের নিরাপত্তায় আগামী দিনেও এ ধরনের অভিযান শহর জুড়ে চলবে।

