বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন বহু পরিবার ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাসের নেতৃত্বে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লক জুড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানে যেন হিড়িক পড়ে গিয়েছে। সম্প্রতি ফালাকাটা ব্লকের দশটি অঞ্চলে তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন গুলিতে বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন বহু পরিবার। ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাসের নেতৃত্বে এই যোগদান পর্ব চলে। সদ্য তৃণমূলে আসা প্রাক্তন বিজেপি কর্মীরা জানান, “এলাকায় বিজেপির কোনও উন্নয়ন নেই। তাই তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন।” এবিষয়ে ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাস জানান, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকা থেকে বিজেপির অসংখ্য কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন কিন্তু উন্নয়ন করে দেখাতে পারেননি। আগামী ২৬ শের নির্বাচনে অন্তত ৪০ হাজার ভোটের ব্যবধানে তৃণমূল ফালাকাটা বিধানসভা দখল নেবে। আগামীতে বিজেপি ছেড়ে অনেকেই তৃণমূলে যোগ দেবেন বলে তিনি জানান।” এদিকে বিষয়টি নিয়ে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন, “প্রতিবার ভোটের আগে এরকম ঘটে থাকে। কিছু মানুষ অতৃপ্ত থাকে। তবে ফালাকাটায় যারা গিয়েছেন তারা দীর্ঘদিন পার্টিতে নিষ্ক্রিয় ছিলেন। এছাড়া তাঁদের জন্য দলে প্রভাব পরবে না। তবে আমরা এখনো শুরু করিনি। তৃণমূলের থেকে প্রচুর লোক আছেন যারা আমাদের দিকে আসতে চায়। তাঁদের সময় মতো দলে জয়েন্ট করাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *