মালদার বামনগোলা থানার পাশাপাশি বিভিন্ন থানায় ধিক্কার কর্মসূচি পালন করল বিজেপি।
নিজস্ব সংবাদদাতা, মালদাঃ——বারুইপুরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার সারা রাজ্যের সাথে মালদার বামনগোলা থানার পাশাপাশি বিভিন্ন থানায় ধিক্কার কর্মসূচি পালন করল বিজেপি।যার অঙ্গ হিসেবে এদিন বিকালে বিজেপির বামনগোলা বিজেপির কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিকে সামনে রেখে বিজেপি নেতাকর্মীরা মিলে প্রথমে বামনগোলা ধিক্কার মিছিল করেন পাতকুয়াহাট এলাকায় পরিক্রমা করে, মিছিল শেষে বামনগোলা পাকুয়াহাট এলাকায় মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ জোরদার বিক্ষোভ দেখান। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি পালনে নেতৃত্ব দেন জেলা সহ-সভাপতি বিনা সরকার কীর্তনীয়া সহ বিজেপির নেতাকর্মীরা।

