আন্তর্জাতিক নারী দিবসে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক অভিনব উদ্যোগ নিলেন বালুরঘাট শহরের বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আন্তর্জাতিক নারী দিবসে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক অভিনব উদ্যোগ নিলেন বালুরঘাট শহরের বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী। ওয়ার্ডের ১২ জন মহিলা, যারা নানা কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন, তাদের শিক্ষিত করে তুলতে তিনি গড়ে তুলেছেন একটি বিনামূল্যে শিক্ষা কেন্দ্র। শনিবার এই উদ্যোগের শুভ সূচনা হয়। কাউন্সিলরের এই প্রচেষ্টায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। প্রদীপ্তা চক্রবর্তীর বক্তব্য, “শিক্ষাই শক্তি, আর নারীদের স্বাবলম্বী করতে শিক্ষা অপরিহার্য।” তার এই উদ্যোগে শিক্ষাবঞ্চিত মহিলারা নতুন করে পড়াশোনা শুরু করতে পারছেন, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন অনেকে।

