পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ছয় দফা দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হয়।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ছয় দফা দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হয়। প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে আশা কর্মীদের সরকারি স্বীকৃতি প্রদান ও ভাতা বৃদ্ধি। এই ডেপুটেশন উপলক্ষে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস চত্বরে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। আন্দোলনরত আশা কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, তাদের দাবি পূরণ না হলে তারা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হবেন।

