গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গৌড়বঙ্গ স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার চারজনের এক ডাকাত দল।
নিজস্ব সংবাদদাতা, মালদা: ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গৌড়বঙ্গ স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার চারজনের এক ডাকাত দল। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র হাঁসুয়া, লোহার রড এবং দড়ি। পুলিশ সূত্রে জানা গেছে ৮ থেকে ৯ জনের একটি ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন এলাকায় জমায়েত হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ইংলিশ বাজার থানার পুলিশ সেই এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে বাকিরা পালিয়ে যায়। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ ডাকাতির অন্যান্য সামগ্রী।

