সুকান্ত মজুমদারের সঙ্গে চায়ে পে চর্চায় যোগ দিয়েছিলেন বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ড: অশোক লাহিড়ী।
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :- দীর্ঘদিন পর নিজের ব্যাস্ততা থেকে সময় বের করে ফের নিজের শহরে চায়ে পে চর্চায় মাতলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শুধু তিনি একা নন তার সংগে এই চায়ে পে চর্চায় যোগ দিয়েছিলেন বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ড: অশোক লাহিড়ী।
বুধবার সন্ধায় বালুরঘাট থানা মোরে এই চায়ে পে চর্চায় জেলার অনেক মানুষ এই দুই নেতাকে কাছে পেয়ে তাদের বিভিন্ন সমস্যার কথাও যেমন জানান তেমনি বিশেষ করে কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ তাদের সমস্যা গুলো মন দিয়ে শুনে যথাযথ ব্যবস্থ্যা নেওয়ার আশ্বাস দেন।
সুকান্ত মজুমদার এদিনের তার চায়ে পে চর্চায় যোগ দেওয়া নিয়ে বলেন এর মধ্যে নতুনত্বর কিছু নেই তিনি এমনিতেও আগে এখানে চায়ের দোকানে যেমন চা খেতে আসতেন, এখনও সময় পেলে আসেন। তবে সম্প্রতি নানা কাজের ব্যাস্ততার দরুন আসা হয়ে ওঠে নি এটা ঠিক, তবে এটার কোন নতুনত্ব নেই।তাকে পেয়ে মানুষ তাদের সমস্যার কথা জানাবেন এটা স্বাভাবিক ব্যাপার, কেননা তিনি ও অশোক লাহিড়ী দুজনেই তো জনপ্রতিনিধি তাই আমাদের কর্তব্য তাদের সমস্যার কথা শোনা ও তারা যাতে সমস্যা থেকে অব্যাহতি পান তা দেখা।আমরা তো এখানকার তৃনমুলের নেতা মন্ত্রীদের মত নই যে তাদের সাথে দেখা করতে গেলে তাদের সাথে দেখা করা যায় না।আগে তাদের চেলা চামুন্ডাদের প্রশ্নের মুখে পড়তে হবে, আমাদের সাথে যে কেউ যখন তখন গিয়ে দেখা করে তাদের সমস্যার কথা জানাতে পারে।

