পূর্ব মেদিনীপুর জেলার এগরায় চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি রাজ্য বিজেপি নেতা তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ-মমতা ব্যানার্জি কিছু করতে পারেন না মানুষদের ঘুষ দেওয়া ছাড়া তিনি ভাবেন তার রাজনীতিতে ডাক্তারদের বেতন বাড়িয়ে দিলে ডাক্তাররা চুপ হয়ে থাকবে আন্দোলন না করার জন্য ডাক্তারদের ঘুষ দেওয়া হয়েছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরায় চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপি নেতা তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, আমার মনে হয় ডাক্তাররা চুপ হয়ে থাকবেন না। বাংলার দশ কোটি লোক তাদের দিকে তাকিয়ে থাকবে এবং আন্দোলন চলবে এবং ইনকোয়ারি চালানোর দরকার বলে মনে করেন দিলীপ ঘোষ।

