খেয়াঘাট টেন্ডারে অংশগ্রহণকারী ব্যক্তির বাড়ি ঘেরাও করে, পথ অবরোধ করে, পুলিশকে আটকে রেখে তুমুল বিক্ষোভ।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- পুরাতন মালদার বলরামপুর এবং রতুয়া-২নং ব্লকের পীরগঞ্জের মাঝ বরাবর বয়ে চলা মহানন্দা নদীতে কংক্রীট ব্রীজের দাবীতে চারদিন ধরে চলছে জোরদার আন্দোলন। বৃহস্পতিবার এই আন্দোলনের চতুর্থ দিনে খেয়াঘাট টেন্ডারে অংশগ্রহণকারী ব্যক্তির বাড়ি ঘেরাও করে, পথ অবরোধ করে, পুলিশকে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখালেন বলরামপুর, পীরগঞ্জ সহ আশপাশের কয়েকটি গ্রামের বাসীন্দারা।

