সুকান্ত মজুমদারের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট, বিদেশে কোচিংয়ের সুযোগ পেল দক্ষিণ দিনাজপুরের খুদে ফুটবলার।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা সুকান্ত মজুমদার তার লোকসভা কেন্দ্রে খেলাধুলা বিকশিত করতে বেশ কিছুদিন আগে একটি ফুটবল টুর্নামেন্ট করেছিলেন। যে ফুটবল টুর্নামেন্ট থেকে মুম্বাই থেকে আগত এক কোচ ৯ জন ফুটবলারকে নির্বাচন করেছিলেন যারা বিদেশে কোচিং নিতে যাবে ভারত থেকে। সেই নজন ফুটবলারের মধ্যে প্রথম জন মুক্তাদির আলম শ্রীলঙ্কায় যাচ্ছে কোচিং করতে। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের প্রত্যন্ত চাঁচড়া এলাকার বাসিন্দা মুক্তাদির ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তার বাবা একজন শিক্ষক। প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে উঠে এসে বিদেশে কোচিং ফুটবল কোচিং করতে যেতে পেরে স্বভাবতই খুশি মুক্তাদির। এই প্রসঙ্গে মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন কিছুদিন আগে আমরা একটি ফুটবল টুর্নামেন্টের মধ্যে দিয়ে মুম্বাই থেকে আগত বিখ্যাত কোচ দ্বারা নয়জনকে নির্বাচন করেছিলাম যারা বিদেশে ট্রেনিং নিতে যাবে। আজ মুক্তাদির নামে ছেলেটি আমার কাছে এসেছিল কয়েকদিনের মধ্যে সে শ্রীলঙ্কায় কোচিং করতে যাবে। অত্যন্ত প্রান্তিক এলাকা থেকে এই সমস্ত ছেলেমেয়েরা বিদেশ থেকে ভালো করে ট্রেনিং করে আসবে আমার বিশ্বাস এরপর এরা বাংলা তথা ভারতবর্ষের ফুটবলেও অবদান রাখবে । এই প্রসঙ্গে মুক্তাদির বলে বালুরঘাট টাউন ক্লাব মাঠে সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে একটি ফুটবল খেলার অনুষ্ঠানে আমাকে নির্বাচন করা হয়েছিল বিদেশে।আগামী ১৩ তারিখ আমি ফুটবলের ট্রেনিং করতে বিদেশে যাচ্ছি তার আগে মুম্বাইতে সাত দিনের জন্য ট্রেনিং হবে। সেই কারণে আজ আমি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ছেলের সাফল্যে খুশি মুক্তাদিরের বাবা মতিউর রহমান বলেন ছেলের সাফল্যে আমি সভাপতি খুশি। ৪-৫ বছর বয়স থেকেই আমার ছেলের স্বপ্ন সে একজন ফুটবলার হবে। কত বছর সুকান্ত মজুমদারের উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্টের ৪৫০ জন ফুটবলারের মধ্যে আমার ছেলে বিদেশে যাওয়ার জন্য নির্বাচিত হয় এই কারণে আমি অত্যধিক খুশি।

