CPI(M)-এর বিরুদ্ধে হামলার অভিযোগ, কেশপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল ও পথসভা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- একাধিক তৃণমূল কর্মী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ তুলে CPI(M) র বিরুদ্ধে শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১১ নম্বর অঞ্চলের ছুতারগেরিয়া থেকে বসনচক পর্যন্ত প্রতিবাদ মিছিল ও পথসভা করল তৃণমূল নেতৃত্ব। এই দিন এই কর্মসূচিতে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়েছেন। এই দিন উপস্থিত ছিলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা,এছাড়াও উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী সহ একাধিক ব্লক ও জেলা নেতৃত্ব। প্রসঙ্গত ২০০১ সালের ৩রা জানুয়ারি কেশপুর হাইস্কুল ময়দানের সভা করতে এসেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় CPI(M) আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ তৃণমূলের,সেই ঘটনার প্রতিবাদে এই দিন এই প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের।

