চন্দ্রকোনারোড ফুটবল ময়দানে তৃণমূলের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল, জয় সরবেড়িয়া কলেজ গেট একাদশের।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ফুটবল ময়দানে দুইদিনব্যাপী ২০ দলীয় ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। যার চূড়ান্ত ফাইনাল খেলা ছিল শুক্রবার,এই দিন এই চূড়ান্ত ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে সরবেড়িয়া কলেজ গেট একাদশ,এবং রানার্স হয়েছে সারগা একাদশ।এইদিন চূড়ান্ত ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী,SC ও ST সেলের জেলার সভাপতি কৃষ্ণেন্দু বিষই, জেলা নেতা নির্মল ঘোষ,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার,রাজিব ঘোষ,দোলন হাজরা কর,প্রধান মনিকাঞ্চন রায় ও জ্ঞানাঞ্জন মন্ডল,ব্লক যুব সভাপতি প্রসেনজিৎ রানা, সমস্ত অনুষ্ঠান পরিচালন করেন দিব্যেন্দু নায়েক সহ অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন

