এফসিআই মোড় থেকে বাঙ্গালবাড়ি মোড়: বেহাল রাস্তায় নিত্য দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

সব খবর, নিজস্ব সংবাদদাতা:- এই বিষয়ে জানা যায় এফসিআই মোড় থেকে বাঙ্গাল বাড়ি মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তাটি ২০১৬ সালে দীর্ঘ আন্দোলনের ফলে ২০১৭ সালের সংস্কারের ব্যবস্থা হয়েছিলো।
এরপর ২০২০ সালে P. W.D. কতৃক সেই রাস্তা ভেঙ্গে পুনরায় দু বছর যাবত কাজ চলার পর পূর্ণ সংস্কারের ব্যবস্থা করা হয়।

৩-৪ বছর ঠিক থাকার পর বর্তমানে একাধিক যায়গায় রাস্তাটি ভেঙ্গে গিয়েছে।

এই রাস্তা দিয়ে বিভিন্ন ধরনের মানুষ প্রতিনিয়ত চলাচল করে।

এই প্রসঙ্গে রবিবার এলাকাবাসীরা বলেন বেশ কিছুদিন আগে ভাঙা জায়গাগুলো রিপেয়ারিং হয়েছিলো। কিন্তু বর্তমানে রিপিয়ারিংয়ের জায়গা গুলো আবার ভেঙ্গে গিয়েছে। দেখে বোঝার উপায় নেই যে রিপিয়ারিং হয়েছিলো।

এলাকাবাসীদের মনে স্বভাবতই প্রশ্ন উঠছে যে রিপিয়ারিংয়ের যায়গা গুলো এত দ্রুত কিভাবে আবার ভেঙ্গে গিয়েছে।

অন্যদিকে আবার অনেক জায়গায় রিপিয়ারিংয়ের কাজপর্যন্ত হয়নি।

এসমস্ত বিষয় নিয়ে এলাকাবাসীরা খোব প্রকাশ করেন।

শেষে তারা এও বলেন এরপরও যদি সঠিকভাবে রিপিয়ারিংয়ের কাজ না হয় তাহলে আগামীতে তারা P.W.D কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ জানাবেন। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেও জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *