গোপন সূত্রে সাফল্য পুলিশের, ফালাকাটায় অস্ত্র-কার্তুজ উদ্ধার।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড রাউন্ড তাজা কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করল ফালাকাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শিবনাথ রায় (২১)। বাড়ি কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানার বুড়ির পাট এলাকায়। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ একটি অভিযান চালায় ফালাকাটা এন বি এসটিসি বাস স্ট্যান্ড এলাকায়। সেখানে হানা দিয়ে শিবনাথকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ। সোমবার ধৃতকে সাত দিনের পুলিশ হেপাজত চেয়ে আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন ফালাকাটা থানার আইসি প্রশান্ত বিশ্বাস।

