বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো তারকেশ্বর উৎসব, চলবে ১ জানুয়ারি পর্যন্ত।
নিজস্ব সংবাদদাতা, তারকেশ্বর, হুগলি:- শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো তারকেশ্বর উৎসব। তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রামেন্দু সিংহ রায় এর উদ্যোগে শুরু হলো তারকেশ্বর উৎসব।তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ তারকেশ্বর থেকে বিধায়ক হবার পর তারকেশ্বর উৎসবের শুভ সূচনা করেন।
এদিন বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিধায়ক রামেন্দু সিংহ রায়। ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবীপ্রসাদ রক্ষিত, প্রিয়া সাঁতরা, কৃষ্ণচন্দ্র সাঁতরা, তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায়, তারকেশ্বর পৌরসভার পৌরপ্রধান উত্তম কুন্ডু, উপঃ পৌরপ্রধান প্রবীর চন্দ্র, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম ভান্ডারী, তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দন সরকার, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেস সম্পাদক চন্দন পাল, তারকেশ্বর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী রিতা মন্ডল সহ অন্যান্য নেতা এবং কর্মী সমর্থক।
আগামী ১লা জানুয়ারি অর্থাৎ ৬ দিন এই উৎসব চলবে। এ বিষয়ে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় জানান, ১লা জানুয়ারি বৃহস্পতিবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন সকালে পতাকা উত্তোলন এবং রক্তদান শিবির এবং বিকেলে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারকেশ্বর টাউন ও ও ব্লক তৃণমূল যুব কংগ্রেসের এই উৎসব এবছর পঞ্চম বর্ষে পা দিল।

