“লক্ষ্মীর পাঁচালী পবিত্র, তৃণমূল তা কলুষিত করেছে”—মালদায় সুকান্ত মজুমদার।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঁচালী নিয়ে,সুকান্ত মজুমদার বলেন, হিন্দু ধর্মে পবিত্র পাঁচালী লক্ষ্মীর পাঁচালী। ছোটবেলায় মা যেদিন পুজো করতে পরতেন আমি পাঁচালী করে পুজো করতাম। তৃণমূল এই পাঁচালী কে চুরির পাঁচালীতে পরিণত করেছে। ওদের নেতারা কি কি খেয়েছে কি কি চুরি করেছে গ্রামেগঞ্জে সকলেই বলতে পারবে।
আর তৃণমূলের কিসের যুদ্ধ। পশ্চিমবঙ্গকে বাঁচানোর যুদ্ধ বিজেপি করছে। তৃণমূল পারলে বর্ডার খুলে দেয়। ওদের চাচা মামারা যাতে সহজে আসতে পারে।

