হাইকোর্টের নির্দেশ অমান্য ও ছাত্র অধিকার হরণে প্রতিবাদ, হালিশহরে কংগ্রেস ছাত্র পরিষদের জমায়েত।
উত্তর ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- উত্তর ২৪ পরগনা জেলার হালিশহর বাগ মোড়ে রবিবার সন্ধ্যায় পথসভা ছাত্র পরিষদের।হাইকোর্টের নির্দেশ অমান্য করে ইউনিয়ন রুম খোলা রাখা, গত এক দশক ধরে রাজ্যে ছাত্র নির্বাচন বন্ধ থাকা, ক্রমবর্ধমান বেকারত্ব ও স্কুলছুট সমস্যা—এই নানা ইস্যুতে পথসভা করল কংগ্রেসের ছাত্র সংগঠন উত্তর ২৪ পরগনা জেলা ছাত্র কংগ্রেস, যা ।সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী, বীজপুর ছাত্র পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক সোমতীর্থ সেন সহ বীজপুর ও নৈহাটির কংগ্রেস নেতৃত্বরা।

