বালুরঘাট দিপালী নগর ময়দানে সদর চক্রের ৪১তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, অংশ নিল হাজার পড়ুয়া।
দক্ষিণদিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ তেইশে ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বালুরঘাট দিপালী নগর ময়দানে বালুরঘাট সদর চক্র ক্রীড়া কমিটির ব্যবস্থাপনায় বালুরঘাট সদর চক্রের প্রাথমিক ও নিম্নবুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা, শিশুশিক্ষা ও বিশেষ চাহিদা সম্পন্ন কেন্দ্র সমূহের ৪১তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বালুরঘাট সদর চক্রের সমস্ত স্তরের বিদ্যালয় মিলিয়ে মোট এক হাজার ছাত্রছাত্রী আজকের ক্রীড়া প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে। মোট ৩৪ টি বিভাগে আজকের ক্রীড়া প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হলো।

