মুখ্যমন্ত্রীর নির্দেশে গাজোল ব্লকে ১৫ অঞ্চলে ১৫টি ট্যাবলো, উন্নয়নের খতিয়ান তুলে ধরতে তৃণমূলের উদ্যোগ।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশে জেলা জুড়ে রাজ্য সরকারের ১৫ বছরের জনমুখী উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে উন্নয়নের পাঁচালী ট্যাবল মাধ্যমে প্রচার শুরু হলো গাজোলেও। রবিবার বেলা দুটো নাগাদ গাজোল হাই স্কুল ময়দান থেকে গাজোল ব্লকের ১৫ টি অঞ্চলের জন্য ১৫ টি ট্যাবলো বেরোলো গাজোল শহরের বিভিন্ন এলাকা দিয়ে প্রচারে। এই দিন তৃণমূলের নেতৃত্বরা দলীয় পতাকা দেখিয়ে প্রচারের ট্যাবল গুলোকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বেরিয়ে প্রচার চালাবে বলে জানা গিয়েছে।
তৃণমূল সংগঠনের পর থেকে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে সেই প্রকল্পের কথা তুলে ধরতেই পাঁচালী গান রচনা করা হয়েছে সেই গান গুলি ট্যাবল্য গুলিতে চলবে এবং উন্নয়নের প্রচার চালাবে অঞ্চলে অঞ্চলে। এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার। গাজোল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা। গাজোল ব্লক আইএনটিটিইউসির সভাপতি সিরাজুল ইসলাম। মহিলা সভানেত্রী মিনু সাহা। জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষা রিতার সিংহ। গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কৃষ্ণ সিংহ। গাজোল ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শেখা মন্ডল, আসিস বিশ্বাস সহ অন্যান্য উপস্থিত ছিলেন।

