দক্ষিণ দিনাজপুরে পারিবারিক বিবাদ চরমে, ভাই খুনে অভিযুক্ত পরিবার পলাতক।
তপন, নিজস্ব সংবাদদাতা :- জমি সংক্রান্ত পুরনো বিবাদ তপন থানার নালিপাড়া এলাকায় ভাইয়ের ছুরিকাঘাতে মৃত্যু হলো এক অন্য ভাইয়ের। একই ঘটনায় গুরুতর জখম হয়েছেন তার আরেক ভাই। শুক্রবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মৃতের নাম আব্দুল করিম সরকার (৪০)। আহত ভাই আব্দুল মান্নান সরকার (৩৮) বর্তমানে গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে তপন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। মাঠে ছড়িয়ে থাকা তাজা রক্তও নজরে আসে। পরে খুনে ব্যবহৃত অস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তরা ঘটনার পর থেকেই পলাতক, বাড়িতে তালা ঝুলছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ। অভিযুক্তের নাম ফারুক মিয়াঁ। এছাড়াও তার বাবা মা ও ভাইও এই ঘটনাউ যুক্ত রয়েছে৷ পুরো ঘটনা খতিয়ে দেখছে তপন থানার পুলিশ। পাশাপাশি এদিন দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে অভিযুক্তরা পলাতক। এমনকি বাড়িতে মারা রয়েছে তালা। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ।

