লক্ষাধিক জরিমানার প্রতিবাদে রাস্তায় নামল বালি ব্যবসায়ীরা, প্রশাসনিক ভবন ঘেরাও।
সংবাদদাতা-বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- প্রশাসনের লাগাতার বালি চুরি বিরোধী অভিযানে চাপে পড়েছেন বালির ট্রাক্টর ও নৌকার মালিকরা। গত কয়েকদিন ধরেই জেলাজুড়ে চলছে কড়া নজরদারি ও অভিযান। প্রশাসনের এই অভিযানের ফলে লক্ষ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানা গেছে। এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার সকাল থেকেই বালুরঘাটে বিক্ষোভে নামেন ট্রাক্টর মালিক ও বালি ব্যবসায়ীরা।
এদিন প্রথমে বালুরঘাটের বিএলও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। পরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়ে প্রতিবাদ আরও জোরদার করেন তারা। বিক্ষোভ ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য ঘটনাস্থলে পৌঁছান বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দিতে কড়া নজরদারি চালানো হয়।
পরবর্তীতে বালি ও ট্রাক্টর ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল জেলাশাসকের দপ্তরে গিয়ে তাদের দাবিদাওয়া তুলে ধরেন। ব্যবসায়ীদের অভিযোগ, কোনও উপযুক্ত কারণ ছাড়াই তাদের উপর জরিমানা চাপানো হচ্ছে। তাদের দাবি, অবিলম্বে বালির চরগুলিকে সরকারি ভাবে লিজ দেওয়া হোক। রেভিনিউ আদায়ের ব্যবস্থা চালু হলে তারা নিয়ম মেনে শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করতে পারবেন বলেই দাবি আন্দোলনকারীদের।

