মালদা ও দক্ষিণ দিনাজপুরে ৬ লেন জাতীয় সড়কের দাবি তুলে ধরলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বুধবার দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক দপ্তরের মন্ত্রী নীতিন গড়কড়ির সাথে দেখা করেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।তিনি সড়ক পরিবহন ও জাতীয় সড়ক দপ্তরের মন্ত্রী নীতিন গড়কড়ির সাথে দেখা করে মালদা ভেতর দিয়ে যাওয়া জাতীয় সড়ক ও নিজের জেলার ৫১২ নম্বর জাতীয় সড়ক ৬ লেনের করার দাবি জানান। পাশাপাশি রায়গঞ্জ থেকে বুনিয়াদপুর পর্যন্ত ১৯ / এ রাজ্য সড়কটি ৫১২ নম্বর জাতীয় সড়কের সাথে কানেকটিভিটির রাস্তাটি ভারত সরকারের ” ভারতমালা প্রযোজনা ” র মধ্যমে যোগাযোগ ববস্থ্যার উন্নতর করার দাবি জানান।এছাড়াও উত্তরদিনাজপুরের ডালখোলা – শিলিগুড়ি করিডোরের রাস্তাটি এলাকার আর্থিক ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে। কিন্তু কিছু কারনে সেই রাস্তার রক্ষনাবেক্ষন ও সারাইয়ের প্রয়োজনীয়তার বিষয়ে উল্লেখ করে সেই করিডরের উন্নয়নের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানান।
এদিনের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নীতি গড়করির সাথে এই সাক্ষাৎ পর্ব নিয়ে তাদের পেশ করা দাবি সনদ নিয়ে অনেকটাই আশ্বসত বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *