‘আগে জানালে চাষ করতাম না’—রাস্তাকাজে জমির মাটি কাটায় ক্ষোভ কৃষকদের।
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকে আরুই অঞ্চলে দিঘুরা গ্রামের বাসিন্দারা জানাচ্ছে পাষন্ডা থেকে বড়বৈনান হয়ে গোতান রাস্তাটি হচ্ছে সেটি আমাদের বাধা নাই। কিন্তু মাটি কেটে নেয়া হচ্ছে জমি থেকে।
চাষী ভাইরা চাইছে মাটি অন্য জায়গা থেকে নিয়ে এসে রাস্তা করা হোক, দো ফাসালি জমি নষ্ট করে মাটির না নেয়ার জন্য বাধা দিচ্ছে। কয়েকটি জমিতে আলু চাষ হয়েছে সেখানে চাষিরা বলছে আমাদের কে আগে থেকে বললে তাহলে আমরা ওখানটা বাদ দিয়ে রাখতাম কিন্তু আমাদের আলু বসানো হয়ে যাবার পর সেখান থেকে মাটি নেয়া হয়েছে। আমরা যদি আবার মাটি অন্য জায়গাকে নিয়ে আসি আমার দিকে আবার রয়েলটি দিয়ে মাটি নিতে হবে। এ কি রকম নিয়ম
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসে ব্লক সভাপতি ও বিডিও এবং এলাকার মানুষ কি বলছেন, এখানে বি এলডিও-র কোন বক্তব্য পাওয়া যায়নি।

