নাবালিকাকে উত্যক্তের অপরাধে দোষী সাব্যস্ত বিবাহিত যুবক, পকসো আদালতের সাজা ঘোষণা।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- নাবালিকাকে উত্যক্ত করার মামলায় মঙ্গলবার রায় ঘোষণা করল পকসো বিশেষ আদালত। ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে অভিযুক্ত ২৩ বছর বয়সি এক বিবাহিত যুবককে দোষী সাব্যস্ত করা হয়েছে।
ঘটনাটি ঘটে ২০২৩ সালের ২০ জুলাই। ওই দিন নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে বালুরঘাট থানায় একটি মামলা দায়ের হয়। তদন্ত শেষে মামলা পকসো বিশেষ আদালতে ওঠে।
মঙ্গলবার বিচারক সরণ্য সেন প্রসাদ অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানার সাজা ঘোষণা করেন। জরিমানার অর্থ অনাদায়ী থাকলে অভিযুক্তকে আরও ১০ দিনের সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
মামলার সরকারি পক্ষের আইনজীবী তথা পাবলিক প্রসিকিউটর ঋতব্রত চক্রবর্তী জানান, নাবালিকার সুরক্ষায় আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে আদালত দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে।

