বালুরঘাট শহরের উন্নয়নে গতি, দ্বিতীয় দফায় ১৫টি প্রকল্পের কাজ শুরু করার নির্দেশ পৌরসভার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আমাদের পাড়া – আমাদের সমাধান কর্মসূচীর অধীনে বালুরঘাট শহরের উন্নয়ন কাজের জন্য বরাদ্দ আরও ১ কোটি ১৬ লক্ষ ৫ হাজার ৬১৮ টাকা, জারি হলো কাজের নির্দেশ। উল্লেখ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচীর প্রথম পর্যায়ে বালুরঘাট শহরের ২০টি কাজের জন্য বরাদ্দ হয়েছিল প্রায় ১ কোটি ৩৬ লক্ষ টাকা। যে কাজগুলির বেশীরভাগ কাজ বর্তমানে শুরু হয়েছে বলে প্রাথমিক খবর। যার পরে বুধবার বালুরঘাট পৌর কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক ডেকে আরও ১৫টি কাজের ওয়ার্ক অর্ডার কাজের বরাত পাওয়া ঠিকাদার হাতে তুলে দেয়। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য মহেশ পারেখ সহ অন্যান্য কাউন্সিলারগণ। এদিন ১৫টি কাজের ওয়ার্ক অর্ডার কাজের বরাত পাওয়া ঠিকাদার সংস্থার হাতে তুলে দেওয়ার পাশাপাশি দ্রুততার সঙ্গে কাজগুলি সমাপ্ত করবার জন্য চেয়ারম্যান অশোক কুমার মিত্র নির্দেশ দেন। বালুরঘাট পৌরসভা সূত্রে খবর ৫৪টি স্কিমকে একত্রিত করে ১৫টি কাজের ওয়ার্ক অর্ডার এদিন প্রদান করেছে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে এই ১৫টি কাজ শুরু হয়ে যাবে। তিনি বলেন খুব দ্রুততার সাথে কাজগুলি শেষ করে সাধারণ মানুষদের কাছে পৌছে দিতে হবে। তিনি আরও বলেন আজকে গোটা দেশের মানুষ দেখছে – গোটা বিশ্বের মানুষ দেখছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা তিনি করেন, তার জ্বলন্ত উদাহরণ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *