দলীয় নির্দেশ মেনে নির্বিঘ্নে চেয়ারম্যান নির্বাচন, ভাইস চেয়ারম্যান পদে বহাল সফিকুল ইসলাম।
মালদা, নিজস্ব সংবাদদাতা:– বুধবার দলীয় নির্দেশে মেনে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলেন নির্বিঘ্নে। সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হলেন ১২নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা পুরাতন মালদার বর্ষীয়ান তৃণমূল নেতা বিভূতি ভূষণ ঘোষ। যদিও অপরিবর্তিত রইলেন ভাইস চেয়ারম্যান।ভাইস চেয়ারম্যান পদে বহাল থাকলেন ২০নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সফিকুল ইসলাম। এদিন নতুন চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া পৌরসভার এলাকা জুরে পুলিশের কড়ানজরদারি ছিলো।এদিন চেয়ারম্যান নির্বাচন পর সদর মহকুমা শাসক তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য পাঠ পর্ব শেষ হতেই অন্যান্য তৃণমূল কাউন্সিলররা নতুন চেয়ারম্যানের গলায় ফুলের মালা পরিয়ে তাকে শুভেচ্ছা, অভিনন্দন জানান। এরপর ভাইস চেয়ারম্যান এবং নতুন চেয়ারম্যান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়।অন্যদিকে, প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ_বলেন গোটা জেলায় ভোটের ফলাফল খারাপ হয়েছে। সেই গোটা জেলার খারাপ ফলাফলের পানিশমেন্ট আমি পেলাম। এতে মানুষ হতাশ হয়েছে। ভালোভাবে মেনে নেয়নি। কিন্তু দলের নির্দেশ মেনে তিনি চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবং দলীয় নির্দেশ মেনেই নতুন চেয়ারম্যানকে সমর্থন করেছেন। আমি দলের বাইরে যায়নি। অনেকে বাজি পটকা ফাটিয়ে আনন্দ উল্লাস করছে। এই উল্লাস আগামী বিধানসভা নির্বাচনে বজায় রাখতে হবে। বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়যুক্ত করিয়ে ডিল্লাস করলে ভালো লাগবে। বুধবার পুরাতন মালদা পৌরসভার নতুন চেয়ারম্যান গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কার্যত এমনটাই বললেন ।

