বালুরঘাট শহরে আসছে আধুনিক ফুড প্লাজা, খাবার–বিনোদনে বদলাতে চলেছে শহরের চেহারা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- নতুন বছরের সূচনালগ্নে বালুরঘাট শহরের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করল বালুরঘাট পৌরসভা। শহরকে আরও আধুনিক ও প্রাণবন্ত করে তুলতে পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের নেতৃত্বে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠছে একটি অত্যাধুনিক ফুড প্লাজা।

বালুরঘাটের অন্যতম ব্যস্ত এলাকা থানা মোড় থেকে রবীন্দ্রভবনগামী মূল সড়কের ধারে ইতিমধ্যেই এই ফুড প্লাজার নির্মাণকাজ শুরু হয়েছে। পরিকল্পিত এই ফুড প্লাজায় এক ছাদের নিচে মিলবে নানা স্বাদের খাবারের সমাহার। পাশাপাশি থাকছে পৌরসংবাদ ও নাট্যসংবাদ সংক্রান্ত আলাদা স্টল, যা বিনোদনের এক নতুন মাত্রা যোগ করবে শহরের সাংস্কৃতিক জীবনে।

এই উদ্যোগের ফলে যেমন শহরবাসীর খাবার ও বিনোদনের চাহিদা পূরণ হবে, তেমনই স্থানীয় মানুষের জন্য সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। পৌরসভার দাবি, শহরের সৌন্দর্যায়নের পাশাপাশি বালুরঘাটকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই প্রকল্পের পরিকল্পনা।

ফুড প্লাজা চালু হলে সন্ধ্যার পর এই এলাকা পরিণত হবে শহরের নতুন মিলনকেন্দ্রে। চেয়ারম্যান অশোক মিত্রের এই উদ্যোগে নতুন বছরে উন্নয়নের পথে আরও একধাপ এগিয়ে গেল বালুরঘাট শহর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *