নতুন এসপি দায়িত্ব নেওয়ার পরই তৎপর মালদহ পুলিশ, ১০ দিনে উদ্ধার প্রায় ২৭ লক্ষ টাকার জালনোট।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—— মালদহে জেলায় জালনোট কারবারিদের মেরুদণ্ড গুঁড়িয়ে দিতে তৎপর মালদহ পুলিশ। নতুন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পরই গত ১০ দিনে বিপুল অঙ্কের জালনোট বাজেয়াপ্ত হয়েছে মালদহে। মঙ্গলবার কালিয়াচক থানার গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের অধীন ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া খড়িবোনা এলাকা থেকে সাড়ে ১২ লক্ষ টাকা মূল্যের জাল ভারতীয় নোট বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে চলেছে পুলিশ।

এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিয়াচকের খড়িবোনা থেকে সেরাজুল শেখ (৩৪) এবং সিন্টু শেখ (২৪) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তল্লাশি করে ধৃত দুইজনের কাছ থেকে সাড়ে ১২ লক্ষ টাকা মূল্যের জালনোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। নোটগুলি সবই ৫০০ টাকার। ধৃতরা ওই জালনোট কোথায় সরবরাহ করত কিংবা কোথা থেকে ওই টাকা জোগার করেছিল তা জানতে দুইজনকে দীর্ঘ জেরা করা প্রয়োজন। তাই তাদের আদালতের মাধ্যমে হেফাজতে নেওয়া হবে।

পুলিশ সুপার এদিন বলেন, গত ১০ দিনে মালদহের বিভিন্ন এলাকা থেকে মোট ২৬ লক্ষ ৮৮ হাজার টাকা মূল্যের জাল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মোট চারজনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জালনোট পাচার চক্রের মূল পাণ্ডাদের নাগাল পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। পাচারকারীদের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন ভাবে ওই জালনোটগুলিকে বাজারে ছড়িয়ে দেওয়া। জালনোট পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের লড়াই জারি থাকবে বলে এদিন দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *