২০২৬ বিধানসভা নির্বাচনের আগে SIR তালিকা প্রকাশ, দক্ষিণ দিনাজপুরে জমা পড়েনি ৮০ হাজার ভোটারের ফর্ম।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, ২০২৬ এর খসড়া তালিকা প্রকাশ করলো দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। এদিন জেলা প্রশাসনের আত্রেয়ী সভাকক্ষে একটি সর্বদলীয় বৈঠক ডেকে এই তালিকা প্রকাশ করা হয়। প্রত্যেকটি দলের হাতে এই খসড়া তালিকার প্রতিলিপি তুলে দেওয়া হয়। এরপরে এই তালিকা প্রকাশের জন্য সাংবাদিক বৈঠক করেন জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি।
সারা রাজ্যে ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ ভোটারের মধ্যে ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ ভোটার এনিউমারেশন ফর্ম জমা দিয়েছে। বাকি রয়ে গেছে ৫৮ লক্ষ ২০ হাজার ৯২৯ জন। এদিকে দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ভোটার ছিল ১৩ লক্ষ ৩১ হাজার ৫৪৮ জন। এসআইআর করে এনিউমারেশন ফর্ম জমা দিয়েছে ১২ লক্ষ ৫০ হাজার ৫৬৪ জন।
মোট বাদ ৮০ হাজার ৯৮৪ জন। এরমধ্যে মৃত ৪৩ হাজার ৩১৮ জন এবং ৩৬ হাজার ৩০৩ জনকে পাওয়া যায়নি বা স্থানান্তরিত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

