বিয়ের আশ্বাস দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন, প্রেমিকের বাড়িতে অনশন শুরু যুবতীর।
মালদা, নিজস্ব সংবাদদাতা : — আড়াই বছরের সম্পর্কের পরিণতি চেয়ে প্রেমিকের বাড়ির সামনে কনকনে শীত উপেক্ষা করেই ধর্না শুরু বৈষ্ণবনগর থানা এলাকার কেবিএসের এক যুবতীর। মূলত বৈষ্ণবনগর থানা এলাকার ভগবানপুর জরলাহী গ্রামের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
কেবিএস এলাকার বাসিন্দা ওই যুবতীর দাবি, জরলাহীর বাসিন্দা রিপন মিঞার সাথে তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মাসখানেক ধরে রিপন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। যুবতী জানিয়েছে, এর আগেও একবার রিপনের পরিবার তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে বাড়ি পাঠিয়েছিল। কিন্তু এরপরই রিপন গা ঢাকা দেয়।
যুবতীর অভিযোগ, রিপন সম্প্রতি মেসেজ করে জানায় যে তাঁর বাবা রাজু শেখ তাঁকে লুকিয়ে রেখেছেন এবং বিয়ে করতে চাইলে তাঁকে সটান বাড়িতে চলে আসতে হবে। সেই বার্তা পেয়েই মঙ্গলবার সকাল ১১টা নাগাদ রিপনের বাড়িতে হাজির হন সামিমা। কিন্তু রিপনের পরিবারের কেউ তাঁর সঙ্গে যোগাযোগা করতে দেয়নি বাড়ির সামনেই ধর্নায় বসে পড়েন।
স্থানীয়রা জানান, সকাল থেকে যুবতী একফোঁটা জলও মুখে তোলেননি। সম্পর্কের কথা এলাকার সকলেই জানেন। সারাদিন ও রাতভর এই শীতে তাঁর ধর্না চালিয়ে যাওয়া দেখে এলাকাবাসীর মধ্যে সহানুভূতি সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশকর্মীরা দীর্ঘক্ষণ তাঁকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু যুবতী তাঁর সিদ্ধান্তে অটল। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে, রিপনের সাথে বিয়ে না হওয়া পর্যন্ত সে এই স্থান ছেড়ে যাবে না।

