গোপন সূত্রে অভিযান, জটেশ্বর ফাঁড়ির পুলিশের হাতে বিপুল পরিমাণ নেশার ক্যাপসুল বাজেয়াপ্ত।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- প্রচুর পরিমাণে নিষিদ্ধ নেশার ক্যাপসুল সহ দুই জন ব্যাক্তিকে গ্রেফতার করল ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বর ফাঁড়ির পুলিশ। গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার রাতে ফালাকাটার এথেলবাড়ি চৌপথি এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে দু’জনকে আটক করে তাদের তল্লাশি চালিয়ে ১৪ হাজার ৪০০ পিস নেশার ক্যাপসুল উদ্ধার করে পুলিশ। ফালাকাটা থানার তরফে ওই অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে রবিবার আলিপুরদুয়ার জেলা আদালতে চালান করা হয়েছে বলে জানিয়েছেন ফালাকাটা থানার আইসি প্রশান্ত বিশ্বাস। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

