বিজেপির কর্মীদের উচ্ছ্বাস, চন্দ্রকোনা রোডে বিজয়োৎসবে লাড্ডু বিলি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এর পূর্ব ও পশ্চিম মন্ডল বিজেপির তরফে আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হলো সাম্প্রতিকতম বিহারের নির্বাচনের জেরে বিজয় মিছিল ও বিশেষ রাজনৈতিক র‍্যালি এদিন র‍্যালির পাশাপাশি ঢাক বাজিয়ে চলে আনন্দ উদযাপন আবির খেলা থেকে শুরু করে বিলি করা হয় লাড্ডু।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোডে বিজেপির তরফে বিহারে বিজেপির বিপুল জয়ের ফলে এদিন আনন্দে বিজেপির তরফে করা হয় বিজয়োৎসব। উপস্থিত ছিলেন পূর্ব মন্ডলে পূর্ব মন্ডলের সভাপতি সুশান্ত কারক। ও পশ্চিম মন্ডলে মন্ডল সভাপতি পলাশ সেন থেকে শুরু করে জেলার সাধারণ সম্পাদক গৌতম গৌড়ী, রাজ্য নেতা ধীমান কোলে সহ তামাম নেতৃবৃন্দ।
এই দিন বিহার নির্বাচনের ফলে জেরে চন্দ্রকোনারোডের রসকুন্ডু তে ঢাক বাজিয়ে আনন্দোৎসব উদযাপন করেন বিজেপি কর্মীরা। বিলি করা হয় লাড্ডু। এই দিন এই উদযাপনের পর পূর্ব মন্ডল সভাপতি সুশান্ত কারক জানিয়েছেন বিজেপির কর্মীরা মনোবল ফিরে পেয়েছে, আমরা এরপর ২০২৬ বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করব।
এই দিন বিজেপির জেলার সাধারণ সম্পাদক গৌতম কৌড়ী জানিয়েছেন NDA জোট বিহারে জয়লাভ করেছে আমরা অত্যন্ত আগ্রহে উদগ্রীব ছিলাম এই ফলাফল নিয়ে। এদিন তাই চন্দ্রকোনা রোডে এই উপলক্ষ্যে আমরা মিছিল করলাম আমাদের এর পরবর্তীতে টার্গেট অবশ্যই পশ্চিমবঙ্গ। বিহারের বিজয় ঘণ্টা পশ্চিমবঙ্গের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *