আরবানার উল্টোদিকে বৈদ্যুতিক খুঁটি থেকে আগুন, দমকলের এক ঘণ্টার লড়াইয়ে নিয়ন্ত্রণে।
নিজস্ব সংবাদদাতা, আনন্দ পুর :- আনন্দ পুর রোডের ধারে আরবানার ঠিক উল্টো দিকে শনিবার রাতে বাজারের সব্জির দোকান এ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ১১টা নাগাদ আনন্দপুর মেন রোডের পাশে থাকা একটি বৈদ্যুতিক লাইট পোস্টে হঠাৎ শর্ট সার্কিট হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের তিনটি সবজির দোকানে। আগুনের তীব্রতায় দোকানগুলির সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে বাজারের অন্যান্য দোকানদার ও স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল বিভাগে খবর দেওয়া হলে, দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড় বলেই ধারণা করা হচ্ছে। স্থানীয় দোকানদারদের দাবি, বিদ্যুতের খুঁটিতে আগেই তার ঢিলা ও স্পার্কিং হচ্ছিল, কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটকেই আগুনের সূত্র বলে মনে করা হলেও, দমকল ও বিদ্যুৎ বিভাগের যৌথ টিম ঘটনার বিস্তারিত তদন্ত করছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

