ভোররাতে হাতির তাণ্ডব: ভাঙল দুটি দোকান, আতঙ্কে উখলা গ্রাম।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ভোররাতে হাতির তাণ্ডবে ভাঙলো দুটি দোকান, ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অন্তর্গত নয়াবসত রেঞ্জের উখলা এলাকায়, শনিবার বনদপ্তর সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে এলাকায় প্রবেশ করেছে দুটি হাতি,শনিবার ভোর নাগাদ আখছাড়া বিটের উখলা এলাকায় দুটি দোকানের তাণ্ডব চালায়, এই তান্ডবের ফলে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, ইতিমধ্যেই ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে ওই সব ক্ষতিগ্রস্ত দোকানদাররা, পাশাপাশি হাতি দুটি উখলা ও বাঘাখুলিয়াতে অবস্থান করছি এমনটাই সতর্কতা জানিয়েছে বনদপ্তর।

