উত্তর মালদায় বিজেপি মন্ডল কমিটি নিয়ে বিভ্রাট, সভাপতি প্রতাপ সিংহের বিরুদ্ধে ক্ষোভ।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- নব নিযুক্ত মন্ডল কমিটি নিয়ে অসন্তোষ। আর এই অসন্তোষের জেরেই দলের সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে দলের সমস্ত পদ থেকে একযোগে পদত্যাগ করলেন মন্ডল কমিটির একাধিক বিজেপি নেতৃত্ব। ঘটনা উত্তর মালদার রতুয়া বিধানসভার ৪নং মন্ডল কমিটির এলাকার। জানা গেছে, সম্প্রতি রতুয়া বিধানসভায় বিজেপির ৪নং মন্ডল কমিটি গঠন করা হয়েছে। কিন্তু সেই মন্ডল কমিটি মানতে নারাজ রতুয়া বিধানসভা এলাকার বিজেপি নেতাকর্মীরা। তাই তারা নতুন ‘মন্ডল কমিটির পরিবর্তে তাদের সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে তৈরি করা মন্ডল কমিটির তালিকাকে মান্যতা দেওয়ার জন্য বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার জেলা সভাপতি প্রতাপ সিংহের কাছে একাধিকবার দরবার করেন। আবেদন-নিবেদন জানান। কিন্তু দলীয় নেতৃত্ব সেই আবেদন কোন সাড়া দেননি। তাই বিজেপির রতুয়া বিধানসভার ৪নং মন্ডল কমিটির সভাপতি শংকর সরকার, সহ সভাপতি নবকুমার মন্ডল, রবীন্দ্রনাথ সাহা সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা মিলে একযোগে সমস্ত দলীয় পদ থেকে পদত্যাগ করেন এবং পদত্যাগীরা গোটা ঘটনার জন্য’ বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। তার বিরুদ্ধে মর্জি মাফিক দল পরিচালনার অভিযোগ তুলে সরব হন। সেই সঙ্গে আগামী দিনে তাদের দাবীকে মান্যতা দেওয়া না হলে তারা বড়সড় সিদ্ধান্ত গ্রহণের হুঁশিয়ারি দেন। এই বিষয়ে বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহকে ধরা হলে তিনি বলেন, নতুন মন্ডল কমিটি গঠন দলের সাংগঠনিক সিদ্ধান্ত। তাই সাংগঠনিকভাবেই এই সমস্যার সমাধান করা হবে।

