কালিকামড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সমর্থকদের প্রচারে অংশগ্রহণে উৎসাহ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের নুরপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন আগামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হতে চলেছে। এদিন নির্বাচনকে সামনে রেখে আজ, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোরকদমে প্রচার চালানো হয়।

কালিকামড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সমর্থকরা এক বিশাল মোটরবাইক র‌্যালির মাধ্যমে প্রচারাভিযানে অংশ নেন। র‌্যালি চলাকালীন তৃণমূলের পক্ষ থেকে দলীয় প্রতীক ও উন্নয়নের বার্তা তুলে ধরা হয়।

এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিকামড়া তৃণমূল অঞ্চল সভাপতি বদরুদ্দীন আহাম্মেদ, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, তৃণমূলের নির্বাচন কনভেনার আজিবুল হোসেন, কালিকামড়া গ্রাম পঞ্চায়েত উপ-প্রধান সমসের আলী, জাকির হোসেন, সহেল সাইদি, হাদায়র আলী প্রমুখ নেতৃত্ব।

এদিন অঞ্চল সভাপতি বদরুদ্দীন আহাম্মেদ বলেন,

“নুরপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে ২৬ তারিখে আমাদের প্রার্থীরা লড়াইয়ে নামছেন। আজকের এই মোটরবাইক র‌্যালি সেই প্রচারের অঙ্গ। আমরা আশাবাদী, ৬টি আসনেই বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *