গোস্বামী পাড়ার ৩৫০ বছরের প্রাচীন দুর্গাপুজো: নবমী পর্যন্ত নিরামিষ ভোজন ও জব গাছের বিশেষ রীতি।
বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- আজ প্রতিপদ তিথিতে বীরভূম জেলা রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া হাটতলা গোস্বামী পাড়ার সার্বজনীন দুর্গোৎসবের আজ থেকেই ঘট আনয়নের মাধ্যমে দুর্গাপূজা শুরু হয়ে গেল। এই দুর্গাপুজো প্রায় ৩৫০ বছরের অধিক প্রাচীন। এই পুজোর বিশেষত্ব হচ্ছে আজ থেকেই গোস্বামী পরিবারের সকল সদস্য নবমীর দিন পর্যন্ত নিরামিস খাবেন এবং আরো একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মঙ্গলঘটের পাশেই ইন্দুর মাটির ওপর জব গাছ রোপন করা হয় ও এই জব গাছ বড় হতে থাকে এবং অষ্টমীর বলি হওয়ার সাথে সাথেই এই জব গাছগুলো নুয়ে পড়ে। গোস্বামী পাড়ার সার্বজনীন দুর্গোৎসবে সুজির মণ্ড করে বলিদান করা হয়। নিয়মনিষ্ঠা ভক্তি শ্রদ্ধা এবং শাস্ত্রীয় মতে এই প্রাচীন পুজো হয়ে আসছে বীরভূমের তাঁতিপাড়া হাটতলায়। স্বভাবতই গোস্বামী পাড়ার এই সার্বজনীন দুর্গোৎসব বছরের পর বছর মানুষের সাথে মানুষের মেলবন্ধন ঘটিয়ে চলেছে।
বীরভূমের তাঁতিপাড়া থেকে সাগর বাউড়ি ও সফিউল আলমের রিপোর্ট বঙ্গ এক্সপ্রেস নিউজ

