রক্তদান শিবির থেকে কালীপুজো — সুবর্ণজয়ন্তীতে একাধিক কর্মসূচির ঘোষণা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পতিরাম সাহাপাড়া ক্লাবের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সোমবার অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য র‍্যালি। ক্লাবের পঞ্চাশ বছরের এই যাত্রা উদযাপনে প্রায় তিনশো মানুষের অংশগ্রহণে র‍্যালিটি গোটা পতিরাম পরিক্রমা করে। সাঁওতালি নৃত্যের ছন্দ, রঙিন পতাকার সমাহার, ব্যান্ডপার্টির বাজনা, ঢাকের তালে তালে উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রঙিন ট্যাবলোতে অনেকেই মনীষীদের সাজে অংশ নেন, যা র‍্যালিকে আরও আকর্ষণীয় করে তোলে।

কোষাধ্যক্ষ সন্তোষ সাহা জানান, সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার আয়োজিত হবে রক্তদান শিবির। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে আর্ট প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও বৃহৎ পরিসরে কালীপুজো। এছাড়া স্থানীয় ও বহিরাগত শিল্পীদের অংশগ্রহণে আয়োজন করা হবে বিচিত্রা অনুষ্ঠান, যা দর্শকদের জন্য বড় আকর্ষণ হবে বলে আশা ক্লাবের।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এই সুবর্ণজয়ন্তী উৎসব কেবল একটি ক্লাবের উদযাপন নয়, বরং সমগ্র পতিরাম এলাকার মানুষের কাছে মিলনোৎসবের রূপ নেবে। দীর্ঘ পঞ্চাশ বছরের যাত্রাপথে সাহাপাড়া ক্লাব স্থানীয় মানুষকে একত্রিত করার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুবর্ণজয়ন্তীর এই আয়োজন তারই এক গর্বিত দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *