১৪০ শিক্ষার্থীর হাতে স্বাস্থ্যবিধি ও শিক্ষা কিট বিতরণ, নাচ-গান ও মধ্যাহ্নভোজে উচ্ছ্বাস।
কলকাতা, নিজস্ব সংবাদদাতা, সেপ্টেম্বর ২০২৫:- লায়ন্স ক্লাব অব ক্যালকাটা ২৫ সেপ্টেম্বর বিদ্যাধরপুর উচ্চ বালিকা বিদ্যালয় (আবাসিক ইউনিট), Haltu-তে সেপ্টেম্বর মাসের লায়ন সেলিব্রেশন সম্পন্ন করল।
উপস্থিত ছিলেন চেয়ারম্যান: CA দিলীপ ঝাঝরিয়া, প্রেসিডেন্ট: লায়ন কৃষ্ণ গোপাল কেজরিওয়াল, সেক্রেটারি: লায়ন মনোজ আগরওয়াল, পাস্ট প্রেসিডেন্ট: লায়ন বিজয় সরাওয়াগী, সিনিয়র সদস্যরা: লায়ন অশোক বাজোরিয়া, লায়ন রাজেশ সিঙ্ঘাল । অংশগ্রহণ করতে না পারলেও সহযোগিতা করেছেন পাস্ট প্রেসিডেন্ট: লায়ন সঞ্জয় বাজোরিয়া, লায়ন অরুণ আগরওয়াল, সদস্য: লায়ন আনন্দ শর্মা, লায়ন আনন্দ কেডিয়া।
বিশিষ্ট অতিথি- নেহা মজুমদার: বেলোবার্ড ফ্যাশন স্ট্রিটের প্রতিষ্ঠাতা, ফ্যাশন আইকন, রবীনা ঘোষ: আম্বিকা নেক্সজেনের প্রতিষ্ঠাতা, সমাজসেবিকা, শাশ্বতী দাস দাস: সমাজ সেবি।
অনুষ্ঠানে ১৪০ জন শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয় স্বাস্থ্যবিধি কিট, শিক্ষা কিট ও স্ন্যাকস প্যাকেট। কেক কাটা, নাচ-গান, জুম্বা ও হট বুফে মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের অংশ ছিল।

