২০২৬ শিক্ষাবর্ষের মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ পরীক্ষার তারিখ ঘোষণা: ২৩ আগস্ট ও ৬ সেপ্টেম্বর।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বেস এডুকেশন হাব এবং অনুসন্ধান সোসাইটি-এর যৌথ ব্যবস্থাপনায় রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের বেস আন নুর মডেল স্কুলের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ ২০২৫ এর উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান। এর পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের কৃতি ব্যক্তিদের সম্মাননা প্রদান কর্মসূচি। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু।

মূলত বেস এডুকেশন হাব এবং অনুসন্ধান সোসাইটি বছরের প্রতিটি দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষাকে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এর পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুন্দরভাবে তৈরি করার স্বার্থে স্কলারশিপ প্রদান করে আসছে। মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ এ প্রতিবছর পশ্চিমবঙ্গ ব্যাপী তৃতীয় থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। মূলত দুইটি পর্বে পরীক্ষা হয়। ২০২৫ শিক্ষাবর্ষে প্রায় আট হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। বাছাই পর্বের পরীক্ষা এবং মূল পর্বের পরীক্ষার পরে আজ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী প্রায় ২০৫ জন শিক্ষার্থীদের মেডেল,সার্টিফিকেট এবং স্কলারশিপ দিয়ে পুরস্কৃত করা হয়। ২০২৬ শিক্ষাবর্ষে মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ ২০২৬:এর প্রথম পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ এ আগস্ট ২০২৬ রবিবার এবং দ্বিতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *