সমাজসেবায় এগিয়ে বিজেপি, প্রায় ৩০০ ছাত্রছাত্রী পেল খাতা-কলম ও প্রয়োজনীয় সামগ্রী।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সমাজসেবামূলক উদ্যোগে এগিয়ে এলো বিজেপি মন্ডল কমিটি। আজ পতিরাম হিন্দু মিলন মন্দিরের আবাসিক দুঃস্থ ছাত্র সহ প্রণবানন্দ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। প্রায় তিনশো জন ছাত্রছাত্রীকে খাতা, কলমসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয় এদিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু, মন্ডল সভাপতি ছোটন চক্রবর্তী, জেলা নেতা সঞ্জীত মন্ডল, বিশ্বনাথ সাহা সহ দলের একাধিক নেতা-কর্মী। আবাসিক দুঃস্থদের হাতে সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি, প্রণবানন্দ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী দেওয়ার পাশাপাশি বিভিন্ন ভাবে পাশে থাকার আশ্বাস দেন নেতৃবৃন্দ।

আয়োজকদের দাবি, আবাসিক ছাত্র দের কাছে এই উদ্যোগে অন্তত কিছুটা হলেও তাদের পড়াশোনায় সহায়তা হবে। তবে সেখানে বিদ্যাপীঠ যেহেতু রয়েছে সেখানকার ছাত্রছাত্রীদেরও দেওয়া হয়েছে। স্থানীয় মহলে এই সামাজিক পদক্ষেপের প্রশংসা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *