বালুরঘাটের চকভৃগু প্রগতি সংঘের ৬৬তম দুর্গাপুজো – থিম ‘তরঙ্গ’, বাজেট প্রায় ৩৫ লক্ষ।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটের আত্রেয়ী নদীর তীরবর্তী চকভৃগু প্রগতি সংঘের এবছর ছেষট্টিতম বর্ষ। সার্ব্বজনীন শারদ উৎসব সর্বধর্মের ও সর্ববর্ণের মানুষের মেলবন্ধনে অনুষ্ঠিত হোক এবং দেবী দুর্গা সকলের মঙ্গল করুক এই ভাবনায় এই ক্লাবের দুর্গাপুজোর থিম – “তরঙ্গ”। পুজোতে প্রতিমা, মন্ডপ সজ্জা ও আলোক সজ্জার মধ্য দিয়ে ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধন করাই এই ক্লাবের লক্ষ্য। শহরের ভাই ডেকোরেটার্সের মন্ডপশিল্পী রাজ নারায়ণ সাহা চৌধুরী বাঁশ, বেত, প্লাই, রাংতা, বল ও আলোর রোশনাই দিয়ে তৈরী পুজো মন্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বনামধন্য মৃৎশিল্পী উত্তম পালের প্রতিমা ফুটে উঠবে। আলোকসজ্জায় মা তারা ইলেকট্রিক্যাল। শব্দ পরিবেশনে সোমু লাইট এন্ড সাউন্ড। প্রতিবছরই বালুরঘাটের চকভৃগু প্রগতি সংঘের দুর্গাপুজোতে কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যায়, সেই কারণে পুজোর দিনগুলোতে এখানকার পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা এবারের পুজোর বাজেট। এই ক্লাব দুর্গাপুজোর পাশাপাশি রক্তদান শিবির, দুঃস্থদের বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মুমুর্ষ রোগীদের চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি সারাবছর বিভিন্ন সামাজিক কর্মসূচীর আয়োজন করে থাকে। মহাচতুর্থীর দিন সন্ধ্যায় জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি মন্ডপশিল্পী, প্রতিমাশিল্পী, আলোকশিল্পী ও শব্দ পরিবেশককে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। এই বিষয়ে সরাসরি শুনে নেব ক্লাব সম্পাদক সঞ্জয় সাহার কাছ থেকে –

