ঝলঝলিয়া স্টেশন সংলগ্ন রেল হাসপাতাল এলাকা থেকে ৩৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত।
নিজস্ব সংবাদদাতা, মালদা—-মালদা শহরের ঝলঝলিয়া স্টেশন সংলগ্ন রেল হাসপাতাল এলাকা থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম গৌতম দাস, রাহুল সাহা এবং নুপুর মন্ডল। এদের প্রত্যেকের বাড়ি শিলিগুড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা স্বীকার করেছে যে তারা ধুপগুড়ি থেকে গাঁজা এনে মালদা শহরের রথবাড়ি মোড়ে নির্দিষ্ট একজনের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল। সেই সময়েই পুলিশের জালে ধরা পড়ে যায় তারা। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

